Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Deputy-Assistant Agriculture Officer
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় 

কৃষিসম্প্রসারণ অধিদপ্তর 

ইছাপুরা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। 

Image
Attachment
label.column.field_office_cism

 ১। সরাসরি কৃষি বিষয়ক পরামর্শ। 
 ২। ফসল সম্পর্কিত সকল তথ্য ও পরামর্শ সেবা।
৩। ফসলের রোগ বালাই ও কীটনাশক প্রয়োগ সম্পর্কিত তথ্য।
৪। সঠিকমাত্রায় সার প্রয়োগ সম্পর্কিত পরামর্শ।
৫। নতুন নতুন কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কিত তথ্য।
৬। বিভিন্ন সার ও কীটনাশকের নিকটস্থ প্রাপ্তিস্থান।
৭। কৃষি পণ্য ও উপকরণ সম্পর্কিত বাজারদর।
 ৮। কৃষি বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ঠিকানা।
 ৯। বিভিন্ন ফসলের বিস্তারিত উৎপাদন প্রযুক্তি সম্পর্কে তথ্য।
১০। পরিবেশ বান্ধব উৎপাদন কৌশল সম্পর্কিত পরামর্শ।

১১। গাছের কলম কাটা সম্পর্কে বিস্তারিত পরামর্শ। 

১২। বিশেষ করে আমাদের এই বিক্রমপুরে আলু চাষ বেশি হয় তাই আলু রোপন থেকে শুরু করে আলু সংরক্ষনের জন্য কৃষি কর্মকর্তা থেকে বিস্তারিক তথ্য পাওয়া যায়। 

Citizen Charter

১) সকল শ্রেণীর কৃষকের জন্য কৃষি সম্প্রাসারণ সহায়কা দেয়াঃ 

সব ধরনের কৃষক পরিবারের সকল সদস্য তাদের প্রয়োজনীয় যাতে সেবা পেতে পারে তার নিশ্চয়তা দেয়া। 

২) কৃষকদের দক্ষ সম্প্রাসরণ সেবা প্রদানঃ 

দক্ষ সম্প্রাসরণ কর্মীর মাধ্যমে শস্য ও পারিবারিক উদ্যোগে কৃষকের সর্বাধিক ব্যয় সাশ্রয়ী সেবা প্রদান করা। 

৩) কৃষি বিষয়ক কর্মসূচি প্রণয়ন বিকেন্দ্রীকরণঃ 

তথ্য চাহিদা চিহ্নিতকরণ ও চাহিদার প্রতি সাড়া প্রদান, স্থাণীয় সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ কর্মসূচি পরিকল্পনা, প্রশিক্ষণ এবং গণমাধ্যম ভিত্তিকভাবে কর্মসূচি প্রণয়ন। 

৪) চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণঃ 

চিহ্নিত চাহিদা, সমস্যা ও সম্ভাব্যতার উপর ভিত্তি করেই সকল সম্প্রসারণ কার্যক্রম ও গবেষণাদির বিষয়বস্তু নির্ধারণ করা। 

৫) সকল শ্রেণীর কৃষকদলের সাথে কাজ করাঃ 

কৃষকের কাঝে সর্বাধিক সুবিধা পৌছে দিতে মাঠ পর্যায়ে বিদ্যমান পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার কৃষকদের সাথে কাজ করা। 

৬) কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণঃ 

কৃষকদের উপযুক্ত পরামর্শ দিতে তাদের প্রয়োজনানুযায়ী কৃষি গবেষণাগারের মাধ্যমে সমস্যার সমাধান বের করতে কৃষি গবেষণা ও কৃষি সম্প্রসারণ এর সাথে বিড়ি সম্পর্ক গড়ে তোলা। 

৭) সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণঃ 

কৃষকের সেবাচাহিদার উপর ভিত্তি করে সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ দেয়া। 

৮) উপর্যুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহারঃ 

বিভিন্ন শ্রেণীর কৃষকের সুনির্দিষ্ট সম্প্রসারণ উদ্দেশ্যাবলী অর্জনের লক্ষে সম্প্রসারণ সংস্থা ও কর্মীবৃন্দ খামার পরিদর্শন, গণমাধ্যম, প্রশিক্ষণ, মেলা, পরিদর্শন ও উদ্বুদ্ধকরণ ভ্রমণ এবং অংশ গহণমূলক পদ্ধতিসমূহ ব্যবহার। 

৯) সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদানঃ 

কৃষি সম্প্রসমারণ অধিদপ্তর আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সহায়তা প্রদান করে। 

১০) সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রমঃ 

সম্পদসমূহের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে তথ্য ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে সম্প্রসারণ সেবা দান করা। 

১১) পরিবেশ সংরক্ষণ সমন্বিত সহায়তা প্রদানঃ 

প্রাকৃতিক পরিবেশের জীব বৈচিত্র্যের বারসাম্য রক্ষার অনুকুলে ভূমি, পানি ও বায়ুদূষণ ও ক্ষয় নিয়ন্ত্রন দূর করা; পরিবেশ সুরক্ষাকারী এবং ব্যবস্থাপনা ও সরকারী এবং ব্যক্তিখাতের পরিবেশ সংক্রান্ত বিষয়াবলী রক্ষার সক্ষমতা বৃদ্ধি করা। 

label.column.field_projects

 

ইছাপুরা ইউনিয়ন কৃষকদের জন্য গুরুত্ব পূর্ণ হচ্ছে বিশেষ কোরে আলু কিভাবে সংরক্ষন করা হয় সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান। এবং জমি থেকে আলু উত্তোলনের পর জমি কি কি ফসল চাষাবাদ করা করতে হবে ও কিভাবে ফসল ফলাতে হবে সে বিষয়ে ইছাপুরা ইউনিয়ন পরিষদ ভবনে হল রুমে প্রশিক্ষন প্রদান করা হয়।  

Address

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ

ভবনের একটি কক্ষে উপ-সহকারী কৃষি কর্মকর্তার অফিস অবস্থীত।

 

ইছাপুরা ইউনিয়ন পরিষদ

গ্রাম: ইছাপুরা, ডাকঘর: ইছাপুরা, 

উপজেলা: সিরাজদিখান, মুন্সিগঞ্জ। 

মুহ্ম্মদা মোশারফ হোসেন, মোবাইল নম্বর: 01716069656

মোঃ শরিফুল ইসলাম, মোবাইল নম্বরঃ 01716069656

 

সড়ক পথে - ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের ঢাকা স্থ গুলিস্থান বাস স্টেশন থেকে ইছাপুরা চৌরাস্তায় নেমে ২০০ গজ দুরে পূর্ব পাশে অবস্থিত। মুন্সিগঞ্জ জেলা সদর থেকে সরাসরি এই ভূমি অফিসে আসা যায় এবং সিরাজদিখান উপজেলা থেকে সরাসরি এই ভূমি অফিসে আসা যায়।