ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম বিদ্যাপীঠ গুলোর মধ্যে অন্যতম। এটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় অবস্থিত। বাড়ৈজ্যা চৌধুরী ১৮৫৫ খ্রী কাউলিপাড়ায় সর্বপ্রথম গ্রাম্য উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ২২ বছর স্থায়ীত্বের পর ১৯৭৮ সালে পদ্মার ভয়াল থাবায় কালের গর্ভে হারিয়ে যায়। এ বিদ্যাপীঠের বাতি।
পরবর্তীতে সেখানকার বাবুগণ চম্পকদী, ইছাপুরা চন্দনধূল এবং পশ্চিমপাড়া এলাকার বসতি স্থাপন করেন এবং একটি ইংরেজী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেই বিদ্যালয়ই আজকের ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। তাই ইছাপুরা উচ্চ বিদ্যালয়ই বিক্রমপুরের ১ম উচ্চ বিদ্যালয়। চন্দনবাগ মধ্য ইংরেজী বিদ্যালয় নামে চম্পকদী গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন হরিমোহন গাঙ্গুলী এবং বাবু জ্ঞানদাকান্ত বন্দোপাধ্যায় চৌধুরী স্কুলের ম্যানেজিং কমিটির ভাই প্রেসিডেন্ট হিসেবে দায়ীত্ব পালন করেন।
১৮৯২ সালে ইছাপুরা গ্রুামে উক্ত চন্দনবাগ হাইস্কুল স্থানান্তরিত হয়। বাু সুরেশকান্ত বন্দোপাধ্যায় ১৮/১৯ বিঘা জমি বিদ্যালয়ের নাম অধিগ্রহণ করেন। দীর্ঘ ৯ বছর তিনি উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন। ইছাপুরা হাইস্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভের পর স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন বাবু দীনবন্ধু রায়। তিনিই ইছাপুরা উচ্চ বিদ্যালয় প্রথম প্রধান শিক্ষক। দীর্ঘ ৪০ বছর যাবৎ তিনি সুখ্যাতির সাথে প্রধান শিক্ষকের দায়ীত্ব পালন করেন। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন। ২০১২ সাল তেকে তিনি অত্যান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এ পবিত্র দায়ীত্ব পালন করে যাচ্ছেন।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
মোহাম্মদ নাছির উদ্দিন | 01913218448 | mn_feni@yahoo.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শ্রেণী-ছাত্র-ছাত্রী
৬ষ্ঠ-৯৫-১১৮
৭ম-৭১-১২০
৮ম-৬৯-১১৩
৯ম-৬৪-১০৪
১০ম- ৬৭-১২৩
সর্বমোট- ৯৪৪
মোবা: ০১৭৩৩৩৬০৩০৩
বৃত্তির নাম - ছাত্র - ছাত্রী - মোট
১। জুনিয়র বৃত্তি- ৫ - ৬- ১১
২। মাধ্যমিক বৃত্তি- ৩ - ৪ - ৭
শাম্মি আক্তার-বোর্ড মেধা-১৯৯৫-১০ম (এস এস সি)
রাখি পাল-বোর্ড মেধা-১৯৯৩-৩য় (এস এস সি)
জাতীয় অনুষ্ঠান-জাতীয় সংগীত প্রতিযোগিতা-২০১৯-বিভাগীয় ১ম
জাতীয় অনুষ্ঠান-মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুকে জানো-২০২০- জাতীয় পর্যায়ে ২য়
১। মোঃ জাহাঙ্গীর হাওলাদার-ডাঃ এম বি বি এস
২। পিযুষ পাল -ডাঃ এম বি বি এস
৩। অনিরুদ্দ মন্ডল-ডাঃ এম বি বি এস
৪। রেজাউল করিম রাকিব-ডাঃ এম বি বি এস
৫। রেবা দাস-ডাঃ এম বি বি এস
৬। মোঃ ইনজামাম-উল হক-ডাঃ এম বি বি এস
৭। মোঃ নামি হায়দার - ডাঃ বি ডি এস
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস