এক নজরে ইছাপুরা ইউনিয়ন
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন হলো ইছাপুরা ইউনিয়ন। ৯ (নয়)টি ওয়ার্ডে ইছাপুরা ইউনিয়নকে ভাগ করা হয়েছে। ইছাপুরা ইউনিয়নটি উপজেলার ঠিক মাঝা মাঝি অবস্থিত। ইউনিয়নের পূর্ব প্রান্তে মালখানগর ইউনিয়ন, দক্ষিণ প্রান্তে মধ্যপাড়া ইউনিয়ন, পশ্চিম প্রান্তে কোলা ও জৈনসার ইউনিয়ন, উত্তরে লতব্দী ইউনিয়ন। অত্র ইউনিয়নের উত্তর পাশে দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। ইছাপুরা ইউনিয়নে কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্যাংক, মসজিদ, মন্দির, হাট-বাজার রয়েছে।
(ক) ৯নং ইছাপুরা ইউনিয়ন পরিষদ।
(খ) আয়তন - মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাস্থ ৩.৭৭ বঃ কিঃ আয়তনের ১০টি গ্রাম নিয়ে ইছাপুরা ইউনিয়ন পরিষদ অফিস গঠিত।
(গ) লোকসংখ্যা - মোট লোকসংখ্যা: পুরুষ: ১১১৩৩ জন, মহিলা: ১১২৯৯ জন সবমোট : ২২৪৩২ জন । (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
(ঘ) গ্রামের সংখ্যা - ১০টি।
(ঙ) মৌজার সংখ্যা - ৫টি।
(চ) হাট/বাজার সংখ্যা - ২টি।
(ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম - বাস/সিএনজি/ অটো রিক্সা/ রিক্সা।
(জ) শিক্ষার হার - ৭৫%
সরকারী প্রাথমিক বিদ্যালয় - ৯টি। প্রাথমিক বিদ্যালয় (স্বল্পব্যয়ী) - ১টি।
উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী কলেজ - ১টি। (সরকারী)
উচ্চ বিদ্যালয়-১টি (সরকারী)
উচ্চ বিদ্যালয়- ৩টি। (বেসরকারী)
এবতেদায়ী ও দাখিল মাদ্রাসা-১টি।
কাওমী মাদ্রাসা - ৩টি।
হাসপাতাল- ০১টি।
কমিউনিটি ক্লিনিক- ০৩টি।
মসজিদ - ৩৮টি।
মন্দির- ০৩টি।
হিমাগার- ০২টি।
কৃত্রিম প্রজনন কেন্দ্র- ০১টি।
(ঝ) দায়িত্বরত চেয়ারম্যান - জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মতিন হাওলাদার
(ঞ) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান- ১টি।
(ট) ঐতিহাসিক/পর্যটন স্থান- এম. জে. হলিডে রিসোর্ট, ইছাপুরা, ভূতুরে বাড়ী (টারজেন বাড়ী) ইছাপুরা এবং কাদীর সেক্রেটারী বাড়ীর মাজার শরীফ, ইছাপুরা।
(ঠ) ইউপি ভবন স্থাপন কাল - ২০০১ সালে।
(ড) নবগঠিত পরিষদের বিবরণ:
(১) শপথ গ্রহণের তারিখ : ২০১৬ইং।
(২) ২০১৬ প্যানেল চেয়ারম্যান নির্বাচন উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক।
(৩) ২০১৬ চেয়ারম্যানের শপথ গ্রহণ জেলা প্রশাসক কার্যালয় মুন্সীগঞ্জ।
(৪) ২০১৬ চেয়ারম্যান মাধ্যমে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
(৫) মেয়াদ উর্ত্তীনের তারিখ- ২০২১ সালে।
(ঢ) গ্রাম সমূহের নাম -
(১) চন্দনধূল (৫) পূর্ব রাজদিয়া
(২) উত্তর কুসুমপুর (৬) পশ্চিম রাজদিয়া
(৩) দক্ষিণ কুসুমপুর (৭) পশ্চিম শিয়ালদী
(৪) ইছাপুরা (৮) মধ্যম শিয়ালদী
(৯) পূর্ব শিয়ালদী (১০) টেংগুরিয়াপাড়া
(ণ) ইউনিয়ন পরিষদ জনবল
(১) ইউপি সচিব (০১) জন
(২) হিসাব সহকারী কাম-কম্পিউটার (০১) জন।
(৩) নির্বাচিত পরিষদ সদস্য- ১৩ জন।
(৪) ইউনিয়ন পরিষদ সচিব- ০১ জন।
(৫) ইউনিয়ন গ্রাম পুলিশ- ০৯ জন।
(৬) ট্যাক্স আদায় কারী- ০৩ জন।
(৭) ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা- ০২ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস