Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র
বিস্তারিত

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এটা সরকারের আওতাধীন উপজেলার স্বাস্থ্য কেন্দ্র। এই দপ্তরের প্রধানকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলে অভিহিত করা হয়। এই দপ্তরে সিরাজদিখান উপজেলার বসবাসরত জনগণের সেবা প্রদান করা হয়। জনগণের দোরগোরায় সেবা প্রদানের লক্ষ্যে এই দপ্তরটি অনবরত কাজ করে যাচ্ছে। এই কমপ্লেক্স  এর আওতায়  ইছাপুরা ইউনিয়নে বর্তমানে ৩টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। এছাড়াও এই কমপ্লেক্সে এর বর্হিঃ বিভাগ এ সকাল ৮.০০ হতে দুপুর ২.৩০ মি. পর্যন্ত রোগীদের সেবা প্রদান করা হয় এবং জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকে ১ জন মেডিকেল অফিসার ও স্যাকমো এই জরুরী বিভাগে দায়িত্ব পালন করে থাকেন।

 

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

 

1.       স্বাস্থ্য শিক্ষা প্রদান।

2.      পুষ্টি তথ্য সম্পের্কে জন সচেতন করা।

3.      মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা করা, সচেতন করে তোলা।

4.       সকলকে স্বাস্থ্য সচেতন করা।

5.      চিকিৎসা সেবা প্রদান।

6.      নিরাপদ পানি পান ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ পরিবেশের উন্নয়ন এর জন্য পরামর্শ দান।

7.      প্রধান সংক্রমক রোগ সমূহের বিরম্নদ্ধে টিকার ব্যবস্থা গ্রহণ।

8.      গর্ভবতী মায়েদের সেবা প্রদান।

9.      প্রসবত্তোর সেবা প্রদান।

10.   সাধারণ রোগ ও জখমী রোগীদের চিকিৎসা প্রদান করা।

11.   রোগীদের কেবিনেট সেবা।

12.   ভেসজ ঔষধ সেবা।

সিটিজেন চার্টার

 

1.       হাসপাতালে বর্হিঃ বিভাগে আগত রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।

2.      সকাল ৮.০০মি. হতে দুপুর ২.৩০মি. পর্যমত্ম বর্হিঃ বিভাগে রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

3.      জরম্নরী বিভাগে ২৪ ঘন্টা রোগীদের সেবা প্রদান নিশ্চিত করা।

4.       জরম্নরী বিভাগে ২৪ ঘন্টা ডিউটি অফিসার ও স্যাকমোদের দায়িত্ব নিশ্চিত করণ।

5.      অমত্মঃ বিভাগে রোগীদের ২৪ ঘন্টা সেবা নিশ্চিত করণ ও খাওয়া-দাওয়া প্রদান।

6.      কমপেস্নক্স এ বিনামূল্যে সপ্তাহে দুদিন সংক্রামক রোগের টিকা প্রদান।

7.      প্যাথলজিতে বিভিন্ন ধরণের পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে রোগ নির্ণয়।

8.      এক্স-রে করা।

9.      যক্ষ্ম রোগীদের বিনামূল্যে কফ পরীক্ষা ও ঔষধ সরবরাহ করা।

10.   রোগীদের মাসিক প্রতিবেদন ও অন্যান্য প্রতিবেদন উর্ধতন কর্মকর্তার নিকট প্রেরণ।

সাধারণ তথ্য

পত্র যোগাযোগের ঠিকানা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, ইছাপুরা, সিরাজদিখান, মুন্সীগঞ্জ। ই-মেইল dr.sharifulalam@yahoo.com এই উপজেলা কমপ্লেক্সটি সিরাজদিখান উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সিরাজদিখান উপজেলার মাঝা মাঝি ইছাপুরা ইউনিয়নের অবস্থিত। বাস ষ্টেশন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার রাস্তা: ঢাকা গুলিস্থান হতে, ঢাকা গুলিস্থান বাসে এসে ইছাপুরা বাস ষ্টেশন এ নামতে হবে। ইছাপুরা বাস ষ্টেশন হতে রিক্সা যোগে বা পায়ে হেটে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এ আসা যায় ।

label.column.field_projects

 

ক্র. নং

ফিল্ডের নাম

সংক্ষিপ্ত বিবরণ

মমত্মব্য

প্রকল্পের খাত

 

 

প্রকল্পের ষ্ট্যাটাস

বাসত্মবায়িত

 

প্রকল্পের নাম

রিভাইলেজশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ প্রকল্প

(কমিউনিটি ক্লিনিক)

 

প্রকল্পের বর্ণনা

বিএমআরসি ভবনের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এর অধীনে এই উপজেলায় বর্তমানে ১৮টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। যাতে এলাকার রোগীদের সেবা প্রদান করা হচ্ছে।

 

কাজের বর্ণনা

কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে ছয় দিন খোলা রেখে রোগীদের সেবা প্রদান করা হয়। এই কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)’রা ছয় দিন ও স্বাস্থ্য সহকারী (এইচ এ) তিন দিন এবং এফ ডাবিস্নউ ভি তিন দিন সেখানে সেবা প্রদান করে থাকেন।

 

যোগাযোগ

পত্র যোগাযোগের ঠিকানা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স, ইছাপুরা, সিরাজদিখান, মুন্সীগঞ্জ। ই-মেইল dr.sharifulalam@yahoo.com এই উপজেলা কমপ্লেক্সটি সিরাজদিখান উপজেলা ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সিরাজদিখান উপজেলার মাঝা মাঝি ইছাপুরা ইউনিয়নের অবস্থিত। বাস ষ্টেশন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার রাস্তা: ঢাকা গুলিস্থান হতে, ঢাকা গুলিস্থান বাসে এসে ইছাপুরা বাস ষ্টেশন এ নামতে হবে। ইছাপুরা বাস ষ্টেশন হতে রিক্সা যোগে বা পায়ে হেটে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এ আসা যায় ।