বিদ্যালয় বিহীন গ্রামের ১৫০০ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তার মধ্যে নাহিদ আলম খান পশ্চিম রাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি। এটি দক্ষিণ দিকে তিনটি শ্রেণি কক্ষ ও একটি প্রধান শিক্ষকের কক্ষ রয়েছে। ছেলে-মেয়েদের জন্য একটি আর্সেনিকমুক্ত টিউবওয়েল, একটি কম্পিউটার ও একটি খেলার মাঠ রয়েছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
রীতা রানী দত্ত | 01716575121 | ritaranidatta@yahoo.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
শ্রেণি | বালক | বালিকা | মোট |
প্রাক-প্রাথমিক | ১০ | ৬ | ১৬ |
প্রথম | ৫ | ৭ | ১২ |
দ্বিতীয় | ১৩ | ৮ | ২১ |
তৃতীয় | ১০ | ১০ | ১০ |
চতুর্থ
|
১২ | ৬ | ১৮ |
পঞ্চম | ৯ | ৮ | ১৮ |
মোট | ৫৯ | ৪৬ | ১০৫ |
১। জনাব মোঃ মুকসুদ আলম খান মুকুট - সভাপতি- ০১৭৪৭৩৪৭২৪৬
২। জনাব ফজলুর রহমান খান আজিম - সহ সভাপতি - ০১৭১৫৫৬৬৯৪৯
সদ্য প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উপজেলায় খেলাধূলায় ও সাংস্কৃতি প্রতিযোগীতায় বিশেষ পুরস্কার পেয়ে থাকে এবং জেলায় উচ্চ লম্ফ, দীর্ঘরম্ফ এবং দৌড়ে প্রথম ও দ্বিতীয় পুরস্কার অর্জন করে থাকে।
২০১৪ সালে বিদ্যালয় বিহীন গ্রামে মাননীয় প্রধান মন্ত্রী ১৫০০টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সদ্য প্রতিষ্টিত এ বিদ্যালয়টির পরিকল্পনা আকাশচুম্বি ভবিষ্যত বিদ্যালয়ের চারিদিকে সীমানা প্রাচী, দর্শনীয় গেইট এবং ভিতরে খেলার সরঞ্জাম সুন্দর বাগানসহ নান্দনিক পরিবেশে তৈরি করা। প্রতিটি কক্ষে থাকবে সি সি ক্যামেরা দিয়ে বেস্টিত। প্রতিটি শ্রেণিকক্ষ হবে ডিজিটাল ক্লাশরুম। শিক্ষার্থীদের প্রত্যেকের পরিচিতি কার্ড আইডি নং সহ। শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ইউনিফর্ম থাকবে। ছাত্র শিক্ষকের ডিজিটাল উপস্থিতিসহ উপজেলা-জেলা কর্মকর্তাদের সার্ব্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা। আমি এ বিদ্যালয়টিকে সুন্দর একটি পর্যায়ে নিয়ে যেতে চাই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস