বিক্রমপুরের কেন্দ্রস্থলে সিরাজদিখান উপজেলার ইছাপুরা রাজধানী ঢাকা থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে মনোতোষ নৈসগিক পরিবেশে কলেজের অবস্থান। ইছাপুরার পাশ্ববর্তী মধ্যপাড়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী কুঞ্জবিহারী ব্যানার্জীর নামানুসারে কলেজের নামকরণ করা হয়েছে। কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত। প্রাক্তন এম পি জামাল উদ্দিন চৌধুরী অধ্যক্ষ জীবন কানাই চক্রবর্তী, অধ্যক্ষ বি এম রহমানসহ এলাকার আরও অনেক মান্য ব্যক্তির অক্লান্ত শ্রম ও অকুন্ঠ সহযোগীতায় কলেজটি প্রতিষ্ঠা লাভ করে। আনুষ্ঠানিকভাবে ১৯৮৬ সাল থেকে কলেজে ডিগ্রী (পাস) লাভ করে। ১৯৯৮ সাল থেকে উচ্চ মাধ্যমিক স্তরের ব্যবসায় ব্যবস্থাপনা (বি এম) কোর্স চালু করা হয়েছে। ২০১৫ সাল থেকে কলেজে অর্নাস কোর্স চালু করা হয়েছে। উতোমধ্যে কলেজটি সরকারিকরণের জন্যে তালিকাভূক্ত হয়েছে। ২০১৮ সালের ১২ আগষ্ট কলেজটি সরকারি গেজেট ভূক্ত হয়েছে। খুব শীঘ্রই কলেজটি পূর্নাঙ্গ। সরকারি ঘোষনা হবে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
মোঃ সামছুল হক হাওলাদার | 01717039411 | bkbcollege1970@yahoo.com |
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
ছাত্র-ছাত্রী সংখ্যা সর্বমোট - ১৪৩৯
কলেজটি সরকারিকরনের ফলে পরিচালনা পরিষদ ২০১৮ হতে বাতিল করে কলেজ পরিচালনা দায়িত্ব দেয়া হয়েছে অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকতার উপর।
কলেজটির অবস্থান উপজেলার কেন্দ্রস্থলে হওয়ায় উপজেলার সকল প্রান্তের দরিদ্র জনগণের ছেলে মেয়ে স্বল্প খরচে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক (সম্মান পড়ার সুযোগ পায়। এলাকার ব্যাপক নারী শিক্ষার পেছনে রয়েছে এই কলেজের বিশেষ অবদান। গ্রামের দরিদ্র মেধাবী ছেলে মেয়ে যাদের পক্ষে পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব ছিল না তারা কলেজের বৃত্তি গ্রহণ করে উত্তম রূপে পড়াশুনা চালিয়ে গেছে। এদের প্রায় সবাই আর্থিক এবং সামাজিক ভাবে এখন সুপ্রতিষ্টিত। আর্থ-সমাজিক ও রাজনৈতিকভাবে কলেজটির অর্জন ব্যাপকভাবে প্রশংসিত। এ কলেজ হতে পাশ করে দেশের শুরুত্বপূর্ন পদে বহু ছাত্র-ছাত্রী নিয়োজিত ছিলেন এবং আছে।
* বহুবিধ বিষয়সহ স্নাতক (সম্মান) এবং স্নাতকত্তোর পর্যায়ে কলেজটিকে উন্নীত করা।
* সুপরিসর কক্ষে সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠার জন্যে আলাদা গ্রন্থাগার নির্মান করা।
* ডিগ্রীসগ স্নাতক (সম্মান) পরীক্ষা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
* কলেজের চার দিকে দেয়াল নির্মানের পরিকল্পনা আছে।
* লেখাপড়ার মান আরো বৃদ্ধির লক্ষে নানামূখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিক্রমপুর কে.বি কলেজে যাতায়াতের সুব্যবস্থা আছে। ঢাকা। যাওয়া মহাসড়কে নিমতলা থেকে সিরাজদিখান উপজেলার উপর দিয়ে ইছাপুরা রাস্তার পাশে ইছাপুরায় কলেজটি অবস্থিত। এছাড়াও ঢাকা থেকে মুন্সিগঞ্জ হয়ে এবং শ্রীনগর থেকে কলেজে সহজে যাতায়াত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস