বাংলাদেশ সরকার ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্য আয়ের সুখী, সমৃদ্ধ ও আত্ন-নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার অভিপ্রায়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি খাতকে অন্যতম হাতিয়ার হিসাবে চিহ্নিত করে একটি সামাজিক আন্দোলনের সূচনা করেছেন। এ ধারা অব্যাহত রেখে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আগামী ৯-১০ এপ্রিল, ২০১৪ খ্রিঃ ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৪ আয়োজন করেছে।
স্থপতি ইয়াফেস ওসমান, মাননীয় প্রতিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানসহ সকল কর্মসূচিতে আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস